Saturday, July 20

বরিশালে ঘাট ইজারা বাতিলের দাবীতে বিক্ষোভ-সমাবেশ


বরিশাল: বরিশাল চরকাউয়া-চাদঁমারীসহ সকল খেয়া ঘাটের ইজারা প্রথা বাতিল এর দাবীতে গতকাল শনিবার বিক্ষোভ ও সমাবেশ করেছে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ। চরকাউয়া আহম্মদীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মানওয়ারুল ইসলাম অলি। সকালে অনুষ্ঠিত এ কর্মসূচীতে টার্মিনাল, পন্টুন, ফেরীবিহীন খেয়াঘাটের নীতি বহিভর্’ত ইজারাদার উচ্ছেদ ও চরকাউয়া-চাদঁমারীসহ সকল খেয়া ঘাটের ইজারা প্রথা বাতিল করার দাবী জানানো হয়। 
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রবীন নেতা কেরামত আলী হাওলাদার,  সম্পাদক মানিক মৃধা, মোঃ কামাল চৌধুরী, শাহ আজিজুর রহমান খোকন, সিপিবি সভাপতি একে আজাদ, সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম প্রমুখ। বক্তারা ঘাট ইজারা প্রথা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশীয়ারী দেন। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়