ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নিবার্চন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যান।
বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না। বরং নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য সহায়তা করছে।
নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তোফায়েল বলেন, গাজীপুরে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাহলে বিএনপি সেনাবাহিনীকে আবারও বিতর্কিত করবে।
বিএনপি গত ২০০৮ সালের জাতীয় নির্বাচন এবং সবশেষ রেশমাকে উদ্ধার অভিযান ইস্যুতে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে বলে তোফায়েল মন্তব্য করেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়