ঢাকা : পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, ব্রিটিশ নাগরিকরা যে সহিংসতা উস্কে দিচ্ছে তা থেকে তাদেরকে বিরত রাখা দেশটির সরকারেরই কর্তব্য। লন্ডনে গতকাল এক ইফতার মাহফিলে পিটিআই নেত্রী জাহরা শাহিদ হোসেইনের হত্যার ঘটনা উল্লেখ করে ইমরান খান এ কথা বলেছেন।
বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে লন্ডনে রয়েছেন। সফরকালে তিনি মেডিক্যাল চেকআপ করাবেন এবং তার ছেলেদের সঙ্গে সময় কাটাবেন।
পিটিআই দলের ‘মাদার’ খ্যাত নেত্রী জাহরা শাহিদ গত ১৮ মে করাচির নিজ বাড়ির সামনে খুন হন। এ হতার জন্য ইমরান খান মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম নেতা আলতাফ হোসেইনকে দায়ী করেন।
এ প্রসঙ্গে তিনি তার আগের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আলতাফ হোসেইন প্রকাশ্যে সরকারি প্রচারযন্ত্রের মাধ্যমে পিটিআই নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়েছেন।” আর পিটিআই নেতা-কর্মীদের হত্যার বিষয়ে আলতাফ হোসেইন হুমকি দেয়ার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে ব্রিটিশ সরকার সতর্ক করে দিয়েছে। সে কারণে এর দায়দায়িত্ব এখন ব্রিটিশ সরকারের ওপর।--ডিনিউজ
বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে লন্ডনে রয়েছেন। সফরকালে তিনি মেডিক্যাল চেকআপ করাবেন এবং তার ছেলেদের সঙ্গে সময় কাটাবেন।
পিটিআই দলের ‘মাদার’ খ্যাত নেত্রী জাহরা শাহিদ গত ১৮ মে করাচির নিজ বাড়ির সামনে খুন হন। এ হতার জন্য ইমরান খান মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম নেতা আলতাফ হোসেইনকে দায়ী করেন।
এ প্রসঙ্গে তিনি তার আগের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আলতাফ হোসেইন প্রকাশ্যে সরকারি প্রচারযন্ত্রের মাধ্যমে পিটিআই নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়েছেন।” আর পিটিআই নেতা-কর্মীদের হত্যার বিষয়ে আলতাফ হোসেইন হুমকি দেয়ার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে ব্রিটিশ সরকার সতর্ক করে দিয়েছে। সে কারণে এর দায়দায়িত্ব এখন ব্রিটিশ সরকারের ওপর।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়