চট্টগ্রাম: নগরীর খুলশী থানার লালখান বাজারের টাঙ্কি পাহাড় এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মা ফাতেমা বেগম (৩৫) ও মেয়ে কুলসুম (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বৃষ্টির পর পাহাড় ধসে পড়লে মাটিরস্তুপে মা ফাতেমা ও মেয়ে কুসুম চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌছে মা-মেয়ের লাশ উদ্ধার করে।’
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বাংলামেইলকে বলেন, ‘এর আগে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছিল। সবার চোখ ফাঁকি দিয়ে তারা ফের পাহাড়ে বসবাস শুরু করে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়