Wednesday, July 24

হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি : আলতাফ হোসেন

দুমকি (পটুয়াখালী): সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেনা বিএনপি। তত্ত্বাধবধায়ক ছাড়া বিকল্প কোন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তিনি দেশের সাম্প্রতিক ইস্যুর ইঙ্গিত দিয়ে বলেন, জুলুমবাজ সরকার আওয়ামীলীগ সিটি নির্বাচনে ৫-০ গোলে শোচনীয়ভাবে হেরেছে। 
তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় দুমকি উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, যুগ্ম সম্পাদক এড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুবদলের আহবায়ক জাহিদুল হক হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি মশিউর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি হারুনুর রশীদ মনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রহমান, জেলা ছাত্রদল নেতা আনিচুর রহমান প্রমুখ। 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনবিচ্ছিন্ন আ’লীগ সরকারের পতন অনিবার্য। তাঁরা (আওয়ামীলীগ) ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে চাকুরী দেয়া, বিনামূল্যে সার বিতরণসহ নানান উন্নয়নের বানী শোনালেও বাস্তবে এই ৫ বছরে রূপলাভ করে নি। উল্টো সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারী, হলমার্ক কেলেঙ্কারী, রেলওয়ে দূর্নীতি, পদ্মা সেতু দূর্নীতি করে দূর্নীতিবাজ মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। তাই সরকারের ঔদ্বত্যপূর্ণ কর্মকান্ডে দেশের ১৬ কোটি মানুষ ঘৃনায় মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাবার সিড়ি হিসেবে নানা মিথ্যার আশ্রয় নেবে আওয়ামীলীগ। তাই সবাইকে সজাগ থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক না মানলে আগামী ঈদের পরপরই কঠোর আন্দোলনে নামছে বিএনপি। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহবান জানিয়েছেন।  
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত রোজাদারের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়