Thursday, July 18

মেলান্দহ ও মাদারগঞ্জ আসনে মির্জা আজমের জনপ্রিয়তায় ভাটা

জামালপুর: মেলান্দহ ও মাদারগঞ্জ জামালপুর জেলার ৩ আসন। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে। মির্জা আজম এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। যেহেতু ভোটের রাজনীতি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর থেকে জনমত অনেকাংশে কমে গেছে। মির্জা আজম আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী হলেও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বের হয়ে আসতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এর কারণ সম্পর্কে এ দুটি উপজেলা বালিজুড়ি, নাংলা, আদ্রা, চর বানিপাকুরিয়াসহ বেশ কয়েকটি এলাকার জনমত বিএনপির দিকে। বিএনপি’র পাল্লা আওয়ামী লীগের চেয়ে ভারী। তারা আরো বলেন, এ দুটো উপজেলার জনমত বিএনপি’র দিকে। বিএনপির পাল্লা আওয়ামী লীগের চেয়ে বেশ এগিয়ে। তারা আরো বলেন, বিএনপির প্রার্থী দুজনের নাম শুনা গেলেও হাজী দিদার পাশার চেয়ে মোস্তাফিজুর রহমান বেশ এগিয়ে। বিগত সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এলাকার জনগণ প্রায় সবাই মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে। এলাকার জনগণ মনে করেন মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দিলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তিনি নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা বেশি। জেলা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারা পরাজয় হওয়ায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়েছে। তাদের ধারণা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মেলান্দহ ও মাদারগঞ্জ থেকে  বিএনপি প্রার্থী জয়লাভ করতে পারে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়