Thursday, July 11

মিঠাপুকুরে পাট পচানো বিষয়ে চাষি সভা


মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে পুকুর, খাল-বিলে পানি না থাকায় রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো বিষয়ে এক চাষি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পায়রাবন্দের জয়রামপুর আনোয়ার গ্রামে অনুষ্ঠিত চাষি সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকার খামারবাড়ি উইংয়ের উপ-পরিচালক সামছুল বারী। আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার ড. সরওয়ারুল হক। পুকুর, খাল-বিলে পানি না থাকায় পাট নিয়ে বিপাকে পড়েছে চাষীরা। পাট গবেষনা প্রতিষ্ঠান রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর জন্য কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর ব¬কের জয়রামপুর আনোয়ার গ্রামে ৫০ জন পাট চাষীকে নিয়ে চাষি সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর ফলে গুনগত মান, উৎপাদন বৃদ্ধি এবং ব্যয়ভার অনেক কম হয়।  এছাড়াও মাটিতে গর্ত করে অথবা বড় যেকোন পাত্রে অল্প পানিতে পাট জাগ দেওয়া সম্ভব হয়। -ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়