Wednesday, July 10

মন্ত্রিসভায় যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইখওয়ান

ঢাকা : মিশরের অন্তর্বর্তী মন্ত্রিসভায় যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন।

দলের মুখপাত্র তারেক আল-মুরসি বলেছেন, “আমরা সেনা অভ্যুত্থানকারীদের সঙ্গে কোনো সমঝোতায় যাব না। সেনা অভ্যুত্থানের পর যা কিছু ঘটেছে তার সবই আমরা প্রত্যাখ্যান করছি।”

গতরাতে হাযেম আল-বেবলাওয়িকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পর তিনি অন্তর্বর্তী মন্ত্রিসভায় যোগ দিতে ইখওয়ানুল মুসলিমিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

নিয়োগ পাওয়ার পর তিনি জানান, ৭২ ঘণ্টার মধ্যে তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

এদিকে, মিশরের প্রধান সেক্যুলারপন্থী রাজনৈতিক জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট বা এনএসএফ প্রেসিডেন্ট আদলি মানসুরের জারি করা সাংবিধানিক ডিক্রি প্রত্যাখ্যান করে যে বিবৃতি দিয়েছিল তা থেকে সরে এসেছে। ওই ডিক্রিতে আদলি বলেছিলেন, মিশরের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ছয় মাস মতো এবং এর মধ্যে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ডিক্রি ইখওয়ানুল মুসলিমিন প্রত্যাখ্যান করেছে।-ে--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়