:: কুষ্টিয়া প্রতিনিধি ::
জেলা সিএনজি মালিক সমিতি কুষ্টিয়া-মেহেরপুর সড়ক বুধবার অবরোধ করে রাখে। সিএনজি চালকদের মারধোর, সিএনজি থেকে যাত্রী নামিয়ে নেওয়া বন্ধসহ সড়কে নির্বিঘ্নে চলাচলের দাবীতে তারা এ অবরোধ করে।
জেলা সিএনজি মালিক সমিতি কুষ্টিয়া-মেহেরপুর সড়ক বুধবার অবরোধ করে রাখে। সিএনজি চালকদের মারধোর, সিএনজি থেকে যাত্রী নামিয়ে নেওয়া বন্ধসহ সড়কে নির্বিঘ্নে চলাচলের দাবীতে তারা এ অবরোধ করে।
বিকেল ৪টা থেকে তারা কুষ্টিয়ার মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এ অবরোধ কর্মসূচী পালিত হয়। অবরোধের ফলে রাস্তার দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সিএনজি চালক আরিফুল ইসলাম বলেন, “আমরা কুষ্টিয়া থেকে ভেড়ামারা কিংবা মেহের রুটে সিএনজি চালাতে পারছিনা। মোটর শ্রমিকের নেতারা আমাদের সিএনজি থেকে যাত্রীদের জোরপুর্বক নামিয়ে দিচ্ছেন।”
এব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আশ্বাসেও এতদিনে কোন কাজ হয়নি।---পরিবর্তন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়