Thursday, July 18

সাভারে আওয়ামী লীগের হাতে ছাত্রলীগ নেতা খুন

সাভার: আওয়ামী লীগের হাতে খুন হলো মিন্টু রঞ্জন দাস (২৫) নামে এক ছাত্রলীগ নেতা।
 
বুধবার রাত ১১টার দিকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত মিন্টু আড়াপাড় এলাকার চিত্ত রঞ্জন দাসের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত এগারটার দিকে সবুজবাগ মহল্লার নিজ বাড়িতে যাচ্ছিলেন মিন্টু। এ সময় তিনি বাড়ির কাছে পৌঁছাতেই পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সহসভাপতি সারওয়ার ভাণ্ডারি ও তার ছেলে স্বপন ভাণ্ডারি একদল সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মিন্টুকে গুরুত্বর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামছুজ্জামান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী মিন্টু মারা যায়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ ব্যাপারে মিন্টুর বাবা চিত্ত রঞ্জন দাস পাঁচ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।---ডিনিউজ
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়