Saturday, July 6

সাধারণ মানুষের ঘর আলোকিত করাই আ.লীগের লক্ষ্য : রেলমন্ত্রী

কুমিল্লা: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচিত সাংসদ ও রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আ’লীগ গরীব-দুঃখী সাধারণ মানুষের দল। এজন্য ক্ষমতায় এলে দেশের গরীব-দুঃখী মানুষের উন্নয়ন হয়। বিদ্যুতের ‘খাম্বা’ দুর্নীতি আ.লীগের কাজ নয়। জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া আ’লীগের কাজ। শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে ২৩ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রীপুর ইউপি চেয়ারম্যন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুতের মহাপরিচালক প্রকৌশলী শাহ জাহান তালুকদার, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মোবারক হোসেন বাবুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হায়দর, অলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমূখ। 
মন্ত্রী আরো বলেন, আমি রাজনীতি করি জনগনের জন্য, নিজের জন্য নয়। তাই দলমত নির্বিশেষে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন করে সারা দেশের মধ্যে চৌদ্দগ্রামকে একটি মডেল উপজেলায় পরিণত করেছি। মানুষের সেবার মাঝেই নিজেকে বিলিয়ে দিতে চাই। এর আগে মন্ত্রী একই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ২৮ পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়