Thursday, July 11

বিএনপিকে ভাঙ্গার চেষ্টা চলছে : এম কে আনোয়ার

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এক এগারোর মতো আবারো বিএনপিকে ভাঙ্গার চেষ্টা চলছে। আর একাজে সরকারি কিছু সংস্থা উৎসাহ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনে গিয়ে এ ব্যাপারে অভিযোগ করেন তিনি।

এম কে আনোয়ার বলেন, অধ্যাপিকা জাহানারা বেগমের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট -এনডিএফ তাদের প্রচারে বিএনপির মতো লোগো এবং পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতার ছবি ও তার ঘোষিত ১৯ দফা ব্যবহার করছে। এভাবে তারা নিজেদের বিএনপির সাথে জড়িত দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়