Sunday, July 28

কানাইঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের একমাত্র প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ শনিবার বিকেল ৫টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী। প্রেসক্লাবের ইফতার মাহফিলকে গিরে দীর্ঘদিন পর একই মঞ্চে কানাইঘাটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনদের শতঃস্ফুর্ত উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। ক্লাব সভাপতি এম.এ.হান্নানের সভাপতিত্বে এবং দপ্তর পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এডভোকেট মামুন রশিদ, আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার ফজলুর রহমান, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল হান্নান লাল পীর, নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর জামায়াতের আমির প্রভাষক বশির আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এড. আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল হক, কোষাধ্য বিলাল আহমদ, জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মাওঃ ফজুলর রহমান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাওঃ এবাদুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ হারুনুর রশিদ চতুলী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শহিদ আহমদ, ন্যাপ ভাসানীর আহ্বায়ক মেহেদী হাসান নাসির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ হোসেন আহমদ, মানবাধিকার কাউন্সিলর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মাসুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, সীমান্তিকের কো-অর্ডিনেটর আবুল হোসেন, কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র ফখরুদ্দিন শামীম, কাউন্সিলার তাজ উদ্দিন, হাফিজ নুর উদ্দিন, কানাইঘাট বাউল বহুমুখী সমবায় সমিতির বাউল শিল্পী দেওয়ান কালা মিয়া সহ উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলোওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কিউ.এম. আম্বিয়া চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মোহনা টিভির সিলেট ব্যুারো চিফ মুজিবুর রহমান ডালিম। রমজানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় বয়ান পেশ করেন মুফতি মাওঃ এবাদুর রহমান, ফজলুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, সকল ধরনের ভয়ভীতি ও বাধাকে উপেক্ষা করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ থেকে অপরাধ দমন এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি কানাইঘাটের সমস্যার সম্ভাবনার কথা পত্রিকায় তুলে ধরার জন্য প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়