ঢাকা: সারাদেশের সিএনজি স্টেশনের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে এ সরকারের সঙ্গে আলোচনার পর সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়।
এর আগে শুক্রবার সকাল ছয়টা থেকে সারাদেশের সিএনজি স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ফলে বন্ধ হয়ে যায় দেশের ৮৮৫টি সিএনজি ফিলিং স্টেশন। ফলে দুর্ভোগে পড়েন গ্রাহকরা।
সিলেটে এক সিএনজি স্টেশনের মালিকের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের এক ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘট ডাকে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেটের মেহেন্দিবাগে বেঙ্গল কনভার্সন সেন্টার নামে একটি সিএনজি পাম্পে অভিযান পরিচালনা করেন আব্দুল হাই নামে এক ম্যাজিস্ট্রেট। এসময় তিনি প্রতিষ্ঠানটির বিগত পাঁচ বছরের কাগজপত্র দেখতে চান। পাম্পের মালিক কাগজপত্র দেখাতে না চাইলে দু’জনের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এতে ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির অফিসে তল্লাশি চালান।
এ ঘটনার জের ধরে সন্ধ্যায় সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক ডাকে। এতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত হয়।
তবে একটি সূত্র জানাচ্ছে, আসন্ন রমজানে সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা এ নিয়েও আগামীতে আন্দোলনে যেতে পারে।--ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়