Thursday, July 4

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত : মার্কিন সাবেক দূত

ঢাকা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটোয় নিযুক্ত আমেরিকার সাবেক দূত রবার্ট হান্টার। তিনি বলেছেন, ইরানের সাম্প্রতিক নির্বাচনে ড. হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকার উচিত- তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা।

গতকাল (বুধবার) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-কে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে রবার্ট হান্টার বলেন, ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বারাক ওবামার উচিত- অন্তত কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়া। ইরানের সাম্প্রতিক নির্বাচনের পর তেহরানের বিরুদ্ধে কয়েকটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় আমেরিকার জন্য ইরানের জনগণের কাছে খুবই বাজে বার্তা গেছে বলেও মন্তব্য করেন হান্টার।

সাবেক এ দূত আশা প্রকাশ করে বলেন, হাসান রুহানি আগামী আগস্ট মাসে ক্ষমতা নেয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জন্য ইতিবাচক বার্তা পাঠাবেন।

সাক্ষাতকারের এক পর্যায়ে হান্টার বলেছেন, সম্পর্ক উন্নয়নের জন্য ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা হওয়া উচিত। এ ধরনের আলোচনা পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়