ঢাকা : ‘সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রীর গায়ে ‘কালাজ্বর’ হয়েছে। তিনি কিছু সহ্য করতে পারছেন না। তাই তিনি যখন যা খুশি, তখন তাই বলে বেড়াচ্ছেন বললেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরণের বক্তব্য কাম্য হতে পারে না। এ ধরণের বক্তব্য বর্হিবিশ্বে জাতির ভাবমূর্তি নষ্ট করে।’
সংবাদ সম্মেলনে রিজভী সংসদে রাখা প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের তীব্র নিন্দা ও এই বক্তব্যের প্রতি তীব্র ধিক্কার প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, কৃষকদলের যুগ্ম সম্পাদক, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম সায়েম প্রমুখ।---ডিনিউজ
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরণের বক্তব্য কাম্য হতে পারে না। এ ধরণের বক্তব্য বর্হিবিশ্বে জাতির ভাবমূর্তি নষ্ট করে।’
সংবাদ সম্মেলনে রিজভী সংসদে রাখা প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের তীব্র নিন্দা ও এই বক্তব্যের প্রতি তীব্র ধিক্কার প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, কৃষকদলের যুগ্ম সম্পাদক, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম সায়েম প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়