ঢাকা : আফ্রিকান ইউনিয়ন (এইউ) আজ (শুক্রবার) মিশরের সদস্যপদ বাতিল করে দিয়েছে। দেশটিতে অসাংবিধানিক উপায়ে ক্ষমতার হাত বদল হওয়ার কারণে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
শুক্রবার শান্তি ও নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক শেষে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, এখন থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের সাংবিধানিক আদেশ পুন:প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংস্থাটির কর্মকাণ্ডে মিশর অংশগ্রহণ করতে পারবে না।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর মিশরের রাজধানী কায়রোসহ সারাদেশে বিক্ষোভ করছে মুসলিম ব্রাদারহুডসহ ইসলামিক দলগুলোর লাখ লাখ সমর্থক। সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমোতি দেয়।
গত বুধবার রাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপে উৎখাত হয় মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। একই সঙ্গে মিশরের সংবিধানকে স্থগিত করে। সংবাবিধানিক আদালতের প্রধানকে নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়।--ডিনিউজ
শুক্রবার শান্তি ও নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক শেষে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, এখন থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের সাংবিধানিক আদেশ পুন:প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংস্থাটির কর্মকাণ্ডে মিশর অংশগ্রহণ করতে পারবে না।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর মিশরের রাজধানী কায়রোসহ সারাদেশে বিক্ষোভ করছে মুসলিম ব্রাদারহুডসহ ইসলামিক দলগুলোর লাখ লাখ সমর্থক। সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমোতি দেয়।
গত বুধবার রাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপে উৎখাত হয় মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। একই সঙ্গে মিশরের সংবিধানকে স্থগিত করে। সংবাবিধানিক আদালতের প্রধানকে নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়