Wednesday, July 24

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন : মুসলিম লীগের প্রার্থী মামনুন

ঢাকা : পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশে প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনা হয়েছে।

আগে এ নির্বাচন ৬ আগস্ট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা ৩০ জুলাই নির্ধারণ করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। নতুন এ সময়সূচি অনুযায়ী চলতি মাসের ২৯ তারিখের পরিবর্তে ২৭ তারিখ হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

আসন্ন এ নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মামনুন হোসাইন।পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন হোসাইন বর্তমানে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্টে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। নির্বাচিত হলে তিনি হবেনপাকিস্তানের ১১তম প্রেসিডন্ট।

এদিকে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র প্রার্থীরা আজই নিজ নিজ মনোনয়নপত্র জমা দেবেন বলে কথা রয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়