ঢাকা: মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি উপেক্ষা করে রাজধানী কায়রোতে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
শনিবার সারারাত ধরে সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম ব্রাদারহুডের নেতারা। এ সময় তারা মুরসিকে মুক্ত করার দাবি থেকে পিছু হটবে না বলে জানান।
এর আগে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইবরাহিম মুরসি সমর্থকদের বলপূর্বক হটিয়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন।।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ প্রতিবাদ বিক্ষোভ অবশ্যই বন্ধ করতে হবে। কৌঁসুলীদের নির্দেশক্রমে আইনি প্রক্রিয়াতেই এটা করা হবে।’
এই বিক্ষোভ সমাবেশকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী শিগগিরই আইন অনুযায়ীই ব্যবস্থা নেবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি।
মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র গিহাদ এল হাদ্দাদ বিবিসিকে বলেন, ‘শান্তিপূর্ণ এই সমাবেশে হাজার হাজার নারী পুরুষ ও শিশু উপস্থিত রয়েছে। উপস্থিতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। জনগণ এখন স্বৈরাচার এবং দীর্ঘমেয়াদি সামরিক শাসনের অভ্যূত্থানের ঝুঁকি সম্পর্কে সজাগ হতে শুরু করেছে ‘
তিনি আরো বলেন, ‘মুরসিকে মুক্ত করতে যদি সপ্তাহ, মাস কিংবা এক বছরও লাগে তারপরও আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।’
উল্লেখ্য, শনিবার কায়রোর সমাবেশে নিরাপত্তা বাহিনীর ১শ ২০ জন প্রাণ হারায়। আহত হয় আরো সাড়ে চার হাজার মানুষ।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়