নরসিংদী: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আসন্নঘন পরিবেশে সোমবার নরসিংদীতে পালিত হলো জাতীয় মুসক সপ্তাহ।
মূসক সপ্তাহটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদীতে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। এ উপলক্ষে স্থানীয় বিলাসদী কার্যালয় থেকে বণাঢ্য র্যালী বের করা হয়। বণাঢ্য র্যালীর সাথে ব্যান্ড সঙ্গীতের তালে তালে নৃত্য দর্শকদের দৃষ্টি আকর্ষন করে ও আনন্দ দেয়।
র্যালীর নেতৃত্বে ছিলেন চীফ যুগ্ম কমিশনার ফয়সাল মুরাদ, সহকারী কমিশনার সাফায়েত হোসেন, সহকারী কমিনার রফিকুল ইসলাম, নরসিংদী অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, আব্দুল হান্নান মিয়া, এ ছাড়া ভৈরব রূপগঞ্জ, নরসিংদী অফিসের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় চারশতাধিক ব্যক্তি র্যালীতে অংশ নেয়। --ডিনিউজ
মূসক সপ্তাহটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদীতে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। এ উপলক্ষে স্থানীয় বিলাসদী কার্যালয় থেকে বণাঢ্য র্যালী বের করা হয়। বণাঢ্য র্যালীর সাথে ব্যান্ড সঙ্গীতের তালে তালে নৃত্য দর্শকদের দৃষ্টি আকর্ষন করে ও আনন্দ দেয়।
র্যালীর নেতৃত্বে ছিলেন চীফ যুগ্ম কমিশনার ফয়সাল মুরাদ, সহকারী কমিশনার সাফায়েত হোসেন, সহকারী কমিনার রফিকুল ইসলাম, নরসিংদী অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, আব্দুল হান্নান মিয়া, এ ছাড়া ভৈরব রূপগঞ্জ, নরসিংদী অফিসের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় চারশতাধিক ব্যক্তি র্যালীতে অংশ নেয়। --ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়