Monday, July 8

দাকোপে বৃক্ষমেলার উদ্বোধন

দাকোপ(খুলনা): দেশী ফলে বেশী পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলায় নানা আয়োজনে বৃক্ষমেলা ২০১৩’র উদ্বোধন হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চালনা বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় স্থানীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নজরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, রুপান্তরের এরিয়া ম্যানেজার দীপক রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মুন্সি জয়নাল আবেদীন, উপজেলা প্রডিউসার অর্গানাইজেশনের সাধারন সম্পাদক মুরারী মোহন থান্দার প্রমুখ। সভা পরিচালনা করেন কৃষি কর্মকর্তা সুবির রায়। সভা শেষে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নারিকেলের চারা বিতারন করা হয়। সব শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়