ঢাকা: সিরিয়ার অবরুদ্ধ শরণার্থীরা যেভাবে আশঙ্কাজনক হারে দেশ ছেড়ে পালাচ্ছেন, সেটা ১৯৯৪ সালে রুয়ান্ড গণহত্যার পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শরণার্থী বিভাগের প্রধান অ্যান্টনিও গুন্টার্স। নিরাপত্তা পরিষদে এক বিরল ব্রিফিংয়ে তিনি বলেছেন, প্রতিদিন ৬০০০-এর বেশি সিরিয়ান দেশ ছেড়ে পালাচ্ছেন। আর জাতিসংঘের কাছে নিবন্ধিত ১৮ লাখ শরণার্থীর মধ্যে দু-তৃতীয়াংশই ২০১৩ সালের শুরু থেকে দেশ ছেড়ে গেছেন। গুন্টার্স বলেন, ২০ বছর আগে রুয়ান্ডার গণহত্যার পর আমরা এভাবে কোন দেশের মানুষকে দেশ ছাড়তে দেখিনি। সিরিয়ান শরণার্থীদের প্রতিবেশী দেশগুলো সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলে, লেবানন, জর্ডান এবং ইরাক শত শত মানুষের জীবন রক্ষা করছে। তবে শরণার্থীর চাপে প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাবের ব্যাপারেও তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এখন সবচেয়ে আশঙ্কার কথা হলো সিরিয়ার সঙ্কট সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারে। এটা কোন ধরনের ফাঁকা হুঁশিয়ারি নয় বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিভাগের প্রধান ভ্যালেরি আমোস বলেছেন, অন্তত ৬৮ লাখ সিরিয়ানের এখন জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। তিনি সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক এবং অনেক ক্ষেত্রে ইচ্ছেকৃতভাবে সাধারণ নাগরিকদের রক্ষার ব্যর্থতার অভিযোগ করেছেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়