Thursday, July 11

গণতান্ত্রিক বাম মোর্চায় যোগ দিল বাসদ

ঢাকা : মবিনুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক বাম মোর্চায় যোগ দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তোপখানা রোডে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভায় মোর্চায় বাসদের অন্তর্ভুক্তির এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশু চক্রবর্তী, শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক এড. আব্দুস সালাম ও ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতিমন্ডলীর সদস্য আবদুস সালাম ও বহ্নিশিখা জামালী, বাসদের জহিরুল ইসলাম, মানস নন্দি প্রমুখ।

সভায় বলা হয়, আদর্শহীন-নীতিহীন, লুটেরা, শাসক শ্রেণীর দল ও জোটের মধ্যে ক্ষমতার গতানুগতিক হাত বদলে দেশ ও জনগণের কোনো মুক্তি নেই। দুর্বৃত্ত রাজনীতির মধ্যে দেশ ও জনগণের বর্তমান সংকটেরও কোনো সমাধান নেই।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়