Saturday, July 20

নারী ইস্যু নিয়ে আবারও মুখ খুললেন শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহম্মদ শফী বলেছেন, “কোরআন ও ইসলাম নারীদের অধিকার ও ইজ্জত রক্ষার কথা বলেছে। বর্তমানে যেভাবে নারীরা অধিকার হননের শিকার হচ্ছেন, কেবল ইসলামই তাদেরকে এ থেকে রক্ষা করে সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করতে পারে।”
শুক্রবার হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়ে শফীর সাথে সাক্ষাতে আসা সুধীজনদের সাথে কুশল বিনিময়ের সময় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, “ইসলাম নারীদের সম্মানিত করার কারণেই হেফাজতে ইসলামের ১৩ দফার ৪র্থ দফায় আমরা সুষ্পষ্টভাবে নারীদের বিষয়ে দাবি পেশ করেছি।”
সরকার সত্যিকারভাবে নারীদের অধিকার রক্ষায় আন্তরিক হলে হেফাজতের দাবিকে মেনে নিতে হবে বলেও এসময় মন্তব্য করেন শফী।
তিনি বলেন, “হেফাজতের দাবি না মেনে নারী ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করে কোন ফায়দা হবে না।”
সম্প্রতি ইউটিউবে শফীর একটি ভাষণের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নারীকে 'তেতুলের' সাথে তুলনা করেন। ভিডিওটিতে 'নারী দেখলে পুরুষের লালা ঝরাটাই স্বাভাবিক' বলেও বক্তব্য প্রদান করতে দেখা গেছে হেফাজতের আমিরকে। পরবর্তীতে বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং তা সংসদ পর্যন্ত গড়ায়। হেফাজতের এ ধরণের বক্তব্য নিয়ে নিন্দার ঝড় ওঠার পর শফী নারী ইস্যু নিয়ে শুক্রবার এসব কথা বলেন।
উল্লেখ্য, হেফাজত তাদের চতুর্থ দফায় বলেছে, “ নারী-পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী-নির্যাতন, যৌন হয়রানী, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।”--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়