Thursday, July 4

ভরা মৌসুমেও জেলেরা ফিরে আসছে শূন্য হাতে

কলাপাড়া(পটুয়াখালী): ইলিশের ভরা মৌসুমে সাগেরে ইলিশ নাই। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় সাগরবক্ষ থেকে প্রতিদিনই ওই জেলেরা শ’ শ’ ট্রলার নিয়ে শূন্য হাতে ফিরে আসছে। পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর আড়ৎ থেকে জেলেরা মৎস্য আহরনের জন্য মহাজনদের দাদনের টাকা নিয়ে বিপাকে পরেছে। ১৫ বৈশাখ থেকে ইলিশ আহরনের মৌসুম শুরু হয়েছে। মৌসুম শুরু থেকে এখনো জেলেদের জালে ইলিশ ধরা পরছেনা।
মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে সাগর থেকে আড়ৎ ঘাটে ফিরে আসা ২০/২৫ টি মাছ ট্রলার। এ সময় জেলেদের সাথে আলাপা করলে তারা জানান, ২/৩ দিন সাগরে জাল ফেলে অপেক্ষা করেও একটি ইলিশের দেখা পায়নি। এর ফলে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। এফবি মানসুর ট্রলালের মাঝি আব্দুল রব মিয়া জানান, ২০ হাজার টাকার বাজার নিয়ে সাগরে জাল ফেলে তিন দিন অপেক্ষা করে একটিও ইলিশ না পেয়ে তীরে ফিরে এসেছি। 
মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি মো.ফজলু গাজী জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও জেলেদের জালে মাছ ধরা পরছেনা। বর্তমানে সাগরের যে পরিস্তিতি বিরাজ করছে এর পরিবর্তন না হলে জেলেদের সাথে আমাদেরও পথে বসতে হবে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়