Thursday, July 4

মস্তিষ্কে আঘাতের ক্ষতিপূরণ ৬৩ মিলিয়ন ডলার

ঢাকা: ক্যালিফোর্নিয়ার একটি বারে নিরাপত্তারক্ষীর হাতে নির্যাতনের কারণে মস্তিষ্কে মারাত্মক আঘাত এবং হামলার শিকার হওয়ায় ৬৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হামলার শিকার ৪৩ বছর বয়সী অ্যান্টোনিও  লোপেজ পেশায় ছিলেন একজন হাউজ পেইন্টার। বারে এক আত্মীয়ের ঝামেলাতে হস্তক্ষেপ করার কারণে এক বারটেন্ডার এবং নিরাপত্তা রক্ষী মিলে তার ওপর চড়াও হয়েছিল। ওই হামলার ফলে অ্যান্টোনিওর মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছিল। ফলে তার মাথার খুলির এক চতুর্থাংশ কেটে ফেলতে হয়েছিল। আইনজীবীরা বলেছেন ওই হামলায় মস্তিষ্কে মারাত্মক ক্ষতির কারণে অ্যান্টোনিও এখন  কথা বলতে এবং কোন সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। তারা বলেছেন অ্যান্টোনিওকে প্রশিক্ষণহীন এবং লাইসেন্সবিহীন নিরাপত্তারক্ষী মোটা লাঠি দিয়ে পেটানোর পর তার মাথায় আটবার লাঠি মারা হয়েছে এবং রাস্তার সঙ্গে মাথা চারবার আঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ২০শে এপ্রিল ক্যালিফোর্নিয়ার একটি বারে। তখন অ্যান্টোনিওর সঙ্গে তার ভাই এবং দুই ভাইপোও ছিল। অ্যান্টোনিওর আইনজীবী বলেছেন, যার নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করারই কথা নয়, তেমন একজন ব্যক্তির মাধ্যমে এ ধরনের ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ওই নিরাপত্তারক্ষী এবং বারটেন্ডার কোন হদিস ছাড়াই লাপাত্তা হয়ে গেছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়