Wednesday, July 10

কেন্দুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ


কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও ছাত্রদলের ২৭ নেতাকর্মীদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এস.আই রফিক উদ্দিন তালুকদার বাদী হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল গ্রুপের ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন। এদিকে মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি নির্বাচনের পর ছাত্রদলের আনন্দ মিছিলকে কেন্দ্র করে কেন্দুয়া ডিগ্রি কলেজে ক’দিন ধরে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 
মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে উভয় পক্ষের মাঝে পাল্টাপাল্টি মিছিল নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী কলেজের পার্শ্ববর্তী টেংগুরী গ্রামের পৌর বিএনপি নেতা বকুল মিয়ার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হয়। সেখান থেকে পুলিশ লাঠি শোটা ও দেশিয় অস্ত্র সহ বকুল মিয়া ও তার ছেলে ছাত্রদল কর্মী জনিকে গ্রেফতার করে। এদিকে বুধবার দুপুরে পৌর সদরে ছাত্রদলের নেতা-কর্মীরা এ মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও সাজানো দাবি করে তা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা এমদাদুল হক ভূইয়া মিলন, পায়েল হোসেন, তোফায়েল আহম্মেদ, জাকারুল ইসলাম, রুমান আহমেদ, শিপন ভূইয়া ও সুবেল আহম্মেদ। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়