Friday, July 19

বিএনএফ এ আতঙ্কিত বিএনপি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করার পর থেকেই সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে ও আতঙ্ক বিরাজ করছে। এ রাজনৈতিক দলটির বিরুদ্ধে সম্প্রতি তারা নানা অভিযোগ তুলেছে ।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে করা বিএনপির আগের অভিযোগে বিএনএফের নিবন্ধনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও এবার বেশ কোমর কষেই বিরোধিতায় নেমেছে চার দলীয় ঐক্যজোট নেতা।
বিএনএফের বিরুদ্ধে বিএনপির অভিযোগ, জিয়াউর রহমানের ছবি ও ১৯ দফা এবং দলীয় প্রতীক হিসেবে গমের শীষ ব্যবহারের। এমকে আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের অভিযোগকারী সংসদীয় দলের অন্য তিন সদস্য ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এ দলের প্রধান বিএনিপর স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এই বিএনএফ এর উত্থানকে দেখছেন বিএনপি ভাঙার ষড়যন্ত্র হিসেবেই। সদ্য গঠিত এ দলটি তাদের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করেছেন জিয়াউর রহমানকে।তাদের দলীয় পতাকায়ও রয়েছে বিএনপির সঙ্গে সাদৃশ্য। তারা প্রতীক হিসেবে নিয়েছে গমের শীষ। দলের নামও রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট।
এমকে আনোয়ার বলেন, বিএনএফ তাদের পোস্টারে বিএনপির লোগো, জিয়াউর রহমানের ছবি ও তার ১৯ দফা ব্যবহার করে বিভ্রান্তির সৃষ্টি করছে। এই বিএনএফ সেই বিএনএফ [জিয়া প্রতিষ্ঠিত] নয়। বিএনপিকে ভাঙার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ১/১১ এর সময়ও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ভাঙার ব্যর্থ চেষ্টা করেছিলো, এবারো তারা সফল হবে না।
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের নেতৃত্বে নতুন এ দলটি ইসিতে নিবন্ধনের আবেদন করে ২০১২ সালের অক্টোবরে। বস্তুত দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৩টি দল নিবন্ধনের আবেদন করে ইসিতে। এরমধ্যে বিএনএফ ও সাংস্কৃতিক জোট নামে দু’টি দলকে নিবন্ধনের জন্য বাছাই করে মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়েছে কমিশন।
এদিকে বিএনএফকে নিবন্ধন দিলে ইসির বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, বিএনএফ সম্পর্কে মাঠ পর্যায়ে অনুসন্ধান চলছে। এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মতামত নেওয়া হবে। তখন কারো আপত্তি থাকলে বলতে পারবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, এখনো নতুন কাউকে আমরা নিবন্ধন দেই নি। নিবন্ধন পেলেই প্রতীক দেওয়া হবে।
তবে বিএনপির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তবাদী ফ্রন্ট প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শেই তার (জিয়া) প্রতিষ্ঠিত বিএনএফ-এর ধারাবাহিকতায় নতুন দলের আত্মপ্রকাশ করেছি। বিএনপিকে ভাঙার জন্য এ দল নয়। বরং বিএনপি নিজেদের ধরে রাখতে না পারলেই আপনা আপনি ভেঙে যাবে।
আবুল কালাম আজাদকে প্রধান সমন্বয়ক ও অধ্যাপিকা জাহানারা বেগমকে সহ-সমন্বয়ক করে চলতি বছরের ২ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বিএনএফ। দলের পোস্টারে জিয়াউর রহমান এবং ধান গাছ ও সবুজ জমিনে দলীয় পতাকা ব্যবহার করছে দলটি। এর আগে দলের প্রাথমিক যাত্রায় আহবায়ক ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা।
নতুন এ রাজনৈতিক দলের সমন্বয়ক আজাদ জানান, ছয়টি দলের সমন্বয়ে (ন্যাপ ভাসানী, ছাত্তারের জাগদল, শাহ আজিজের মুসলীম লীগ, কাজী জাফরের ইউনাইটেড পিপলস পার্টি, লেবার পার্টি ও জাতীয়  ফেডারেশন) ১৯৭৮ সালের ২ মে জিয়াউর রহমানের বিএনএফ আত্মপ্রকাশ করে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে বিএনএফ আর বিলুপ্ত না করেই ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত বছর ৭ নভেম্বর কাজ শুরু করে বর্তমান বিএনএফ। আর যাত্রা শুরু করে গত ২ মে। নিবন্ধন পেলেই ইসির দেওয়া প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আশা রাখেন আবুল কালাম আজাদ।
এদিকে বিএনপিকে ধ্বংস করতে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে অংশ নিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রিজভী বলেন, বিএনপির নির্বাচনী প্রতীকের অনুরূপ কোন প্রতীক, অফিসিয়াল লোগো, ১৯ দফা কর্মসূচি এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সম্বলিত কোন ভূঁইফোড় সংগঠনের নিবন্ধনের আবেদন অনুমোদনের উদ্যোগ থেকে সরে আসবেন।
অন্যথায় বিএনপিকে ধ্বংস করতে সরকারের অশুভ পরিকল্পনার অংশীদার হলে বিএনপি’র নেতৃত্বে ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
তিনি বলেন, নামগোত্রহীন উচ্ছিষ্ট ও আগাছা নিয়ে গঠিত দলে নির্বাচন কমিশন মনোযোগ দিলে কমিশনের সঙ্গে বিরোধীদলের আলোচনার সুযোগটুকুও থাকবে না। এতে তাদের জন্য বাড়া ভাতে ছাই-এর মতো অবস্থা হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়