Tuesday, July 16

আশুলিয়ায় বাস নদীতে, ৯ লাশ উদ্ধার, নিখোঁজ ১৪

সাভার: আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এতে মারা গেছে সাতজন।এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪ জন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া টোল প্লাজার অদুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভারের নবীনগর থেকে আবদুল্লাহপুরগামী গ্রামীণ সেবা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নাইস এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষে গ্রামীণ সেবা পরিবহণের বাসটি রাস্তার পাশে তুরাগ নদে নিমজ্জিত হয়।

এতে নাইস এন্টারপ্রাইজের ২৫ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার অভিযান চালায়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজে যোগ দেয়।
ফায়ার ব্রিগেডের ডুবুরিরা সেখান থেকে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করলেও হাসপাতালে নেবার পথে মারা যায় সে।

বেলা পৌনে ১১টা পর্যন্ত ডুবন্ত বাস থেকে উদ্ধার করা হয় আরো ছয়টি মৃতদেহ।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বলেছেন, ডুবে থাকা বাসটিতে হতভাগ্য যাত্রীদের বেচে থাকার সম্ভাবনা কম।
উদ্ধার অভিযান জোরদার করতে ফায়ার সার্ভিসের আরো ডুবুরি সেখানে তলব করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটির অবস্থান সনাক্ত কর হয়েছে।রেকার দিয়ে শিগগির বাসটি টেলে তোলার ব্যবস্থা করা হচ্ছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, নিহতদের মরদেহ দুর্ঘটনাস্থলে আপাতত রাখা হয়েছে পরিচয় সনাক্তের জন্যে।
ডুবে থাকা বাসটি থেকে হতভাগ্য যাত্রীদের উদ্ধারে ফায়ার ব্রিগেডের সঙ্গে দেশী নৌকা যোগে অভিযানে যোগ দিয়েছেন স্থানীয়রা।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়