Thursday, July 11

কক্সবাজারে ১০রাউন্ড কার্তুজসহ দুই যুবক আটক

কক্সবাজার: কক্সবাজার পৌর এলাকার বড় কবরস্থান এলাকা থেকে ১০ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের একটি দল। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারা নিয়ে অনেককে বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। জনমনে সৃষ্টি হয়েছে ধুম্রজালের। 
আটককৃতরা হলো, কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে সাহাবুদ্দিন (২২) ও সদরের পিএমখালীর মোহছেনিয়া পাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে শাহজাহান (২৫)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো: নুরুউদ্দীন জাহেদ চৌধুরীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পৌর এলাকার গোলদীঘির পূর্ব পাড়ে বড় কবরস্থান গেইটের সামনে অভিযান চালায়। অভিযানে আটক দুই যুবকের কাছে ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ পাওয়া যায়। তবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারা নিয়ে অনেককে বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়