ঢাকা: ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৮ কুর্দি পুলিশ নিহত ও নয় জন আহত হয়েছে।
রোববার সকালে দেশটির কিরকুক শহরের ৭০ কিলোমিটার দূরে অবস্থিত তুজ খুরমাতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
তুজ খুরমাতু এলাকায় অনেকদিন থেকেই ইরাক সরকার ও কুর্দি সংখ্যালঘুদের মধ্যে ঝামেলা চলছে।
উল্লেখ্য, চলতি বছরকে বলা হচ্ছে ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী মাস। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলামেইল২৪ডটকম
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়