নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাট-গাছবাড়ী আইডিয়াল কলেজের ওরিয়েন্টশন কাস উপলক্ষ্যে গত সোমবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে আইডিয়াল কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি গাছবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহরিয়ার বখত সাজু। কলেজ শাখার সভাপতি বিলাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জহরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হামযা হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, সালেহ আহমদ, আব্দুল লতিফ, সুহেব, ছাত্রলীগ নেতা সারোয়ার, জাহাঙ্গীর, শিবলু, রব্বানী, আযাদ, আলমগীর, ঈসা মিয়া, মিছবাহ, ইয়াহিয়া, ময়নুল, ফখরুল, তাওহীদ, মৌলা, মাসুম, রেজওয়ান, জসিম প্রমুখ। সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন২১ বাস্তবায়নে দেশের ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অধিকার আদায়ের সংগঠন ছাত্রলীগে যোগদান করার জন্য আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়