Sunday, July 14

বিশ্বের প্রভাবশালী অর্থনীতিবিদদের তালিকায় ড. ইউনূস

ঢাকা : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদদের তালিকায় স্থান পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। তালিকাটি তৈরি করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এবারের তালিকায় ব্যবসায়ীদের চেয়ে অর্থনীতিবিদদেরই শক্ত অবস্থান দেখা গেছে।
তালিকায় যারা রয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগ্‌লিজ, মাইক্রোসফটের সাবেক চেয়ারম্যান বিল গেটস, গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিট, পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক থমাস ফ্রিডম্যান, ইতিহাসবিদ নিয়েল ফার্গুসন, সাংবাদিক ম্যালকম গ্ল্যাডওয়েল, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্যানসন, ডেল ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার, অনলাইন উদ্যোক্তা ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস প্রমুখ।
গুগল সার্চে এ সব ব্যক্তির অবস্থান, গণমাধ্যমে তাদের নিয়ে প্রচারণা এবং প্রাতিষ্ঠানিক কৃতিত্বের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
ড. ইউনূস জুন মাসে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও শীর্ষ ব্যবসায়ীদের সম্মিলিত অলাভজনক উদ্যোগ ‘দ্য বি টিম’-এ যোগ দিয়েছেন। মুনাফার পাশাপাশি মানুষ ও পৃথিবীর কল্যাণকে প্রাধান্য দিয়ে ব্যবসার এক ভিন্ন ধারা তৈরি করবেন তারা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়