Sunday, July 28

হৃদপিণ্ড ছাড়া দুই বছর!

ঢাকা: দীর্ঘ দুই বছর হৃদপিণ্ড ছাড়া বেঁচে থেকে রেকর্ড করেছেন ব্রিটিশ নাগরিক ম্যাথিউ গ্রিন।
 
২০১১ সালের জুলাই মাসে কার্ডিওমায়োপ্যাথি রোগে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সী গ্রিনের হৃদপিণ্ড বিকল হয়ে যায়। এরপর শরীরের বাইরে লাগানো ব্লাড পাম্পিং মেশিনের সাহায্যেই বেঁচে ছিলেন তিনি।
 
সাধারণত হৃদপিণ্ড বিকল হলে অনেককেই কৃত্রিম হৃদপিণ্ডের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়। পরে কোনো দাতার কাছ থেকে হৃদপিণ্ড পেলে তা প্রতিস্থাপন করা হয়। কিন্তু ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা হওয়ায় গ্রিন এতোদিন তার দেহের সঙ্গে সামজ্ঞস্যপূর্ণ কোনো হৃদপিণ্ড পাচ্ছিলেন না।
 
সৌভাগ্যক্রমে গত মাসে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি হৃদপিণ্ড পেয়েছেন তিনি।  
 
ক্যামব্রিজশায়ারের পাপওয়ার্থ হাসপাতালে গ্রিনের হৃদপিণ্ড প্রতিস্থাপনে অস্ত্রোপচার করা হবে। চিকিৎসরা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তিনি বাসায় ফিরে যেতে পারবেন।
 
৪২ বছর বয়সী ম্যাথিউ গ্রিন বিবাহিত এবং তার সাত বছর বয়সী একটি সন্তান আছে।
 
বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়