ঢাকা: বর্তমান সরকারের সফলতার বর্ণনা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বর্তমান সরকারের কোনো ব্যর্থতা নেই, দুর্নীতি নেই, দায়বদ্ধতাও নেই।’
রোববার বিকেলে রাজধানীর জিপিওয়ের পোস্টাল অডিটোরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে আনীত বিএনপির সব অভিযোগ ইতোমধ্যেই মিথ্যা প্রমাণীত হয়েছে। বিএনপির ধর্মীয় উন্মাদনা আর সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলার জনগণ তাদের ষড়যন্ত্রের জাল ধরে ফেলেছে।’
বেগম জিয়ার নতুন ধারার সমালোচনা করে হানিফ বলেন, ‘আপনার নতুন ধারা কি দেশের কল্যাণে না অকল্যাণে? দেশের কল্যাণে হলে আমরা সাধুবাদ জানাবো। তবে, আপনার কাছে আমার প্রশ্ন আজকের এ নতুন ধারা আবিস্কার করে কি স্বীকার করে নিলেন যে, বিগত আমলে আপনারা ভুল ধারায় সরকার পরিচালনা করেছেন?’
আমলাতান্ত্রিক জটিলতার কারণে ৫ হাজার পোস্টম্যান নিয়োগ দেয়া যায়নি স্বীকার করে প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী বলেন, ‘আমরা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সচেতন ছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিয়োগের বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো।’
সংগঠনের সভাপতি নাছের আহমেদের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়