ঢাকা: পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর ফয়সালাবাদে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
গত শুক্রবারের এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান তারা।
তারা সবাই শ্রমিক এবং মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী বলে জানা গেছে।
পাকিস্তানে শুধুমাত্র অমুসলিমদেরই মদ কেনার এবং পান করার অনুমতি আছে । তবে অনেক মুসলমানই অবৈধভাবে মদ পান করে।
প্রাদেশিক গভর্নর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অনুষ্ঠানে ওই ব্যক্তিরা মদপান করার পরপরই অসুস্থ হয়ে পড়ে। এবং ১৮ জনকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।
উল্লেখ্য, রমজান মাসে পাকিস্তানে মদের দোকান বন্ধ থাকে।
বাংলামেইল২৪ডটকম
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়