রাবি: ৩৪ তম বিসিএসের প্রথম ফলাফলে উত্তীর্ণ আদিবাসীদের সংশোধীত ফলাফলে উত্তীর্ণদের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনির্ভাসিটির (আসারু) উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন, রাবি শাখা সমাজতান্ত্রি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর সুজন, ছাত্র ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল মুইজ খান, আসারুর সভাপতি বিপ্লব বাস্কে, সাধারণ সম্পাদক সুবাস মুরমু প্রমুখ।
বক্তরা অভিযোগ করেন, ৩৪তম বিসিএসের প্রাথমি বাছাই পরীক্ষার সংশোধিত ফলাফলে পূর্বের প্রায় তিনশত আদিবাসী পরীক্ষার্থীদের বাদ দেয়া হয়েছে। বক্তারা আদিবাসী জনগোষ্ঠির সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্বিতীয় দফার সংশোধিত ফলাফলে বঞ্চিত পরীক্ষার্থীদের অবিলম্বে অন্তরভুক্তির দাবী জানান।-ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়