Sunday, July 14

এএসআইকে মারধর: পুলিশের গাড়িতে আগুন দিল জামায়াত শিবির

ঢাকা: রাজধানীর বিজয়নগরে হোটেল কস্তুরির সামনে পুলিশ বহনকারী একটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সেই সঙ্গে এক পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা মেট্রো চ-১১-৬৩২৯ গাড়িতে ৪ জন পুলিশ ছিল। হঠাৎ করে জামায়াত শিবির কর্মিরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গাড়ি থেকে নেমে যায়। পরে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় গাড়িতে অবস্থানরত পল্টন থানার ৪ সিভিল পুলিশ আহত হন।

পরে ফায়ার সর্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  এ সময় আরও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।  

একই সময় হোটেল কস্তুরির সামনে পুলিশ টেলিকমে কর্মরত এএসআই রকিবুলকে মারধর করেছে জামায়াত শিবির। তখন রকিবুলের ব্যক্তিগত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

এএসআই রকিবুল বলেন, ‘বিজয়নগরের জিএ ভবন থেকে বের হয়ে আসার পর আমার ওপর হঠাৎ করে হামলা চালায় ৫০ থেকে ৬০ দুর্বৃত্তরা। তাদের হাতে ক্রিকেটের স্ট্যাম্প ছিল। তারা স্ট্যাম্প দিয়ে আমার মাথায় বারবার আঘাত করার চেষ্টা করছিল। এক পর্যায়ে তারা আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে সেটিকে রক্ষার চেষ্টা করলে আরও বেশি হামলার শিকার হই।’

এদিকে ঘটনার পর বিজয়নগর মোড় থেকে পল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। প্রচুর সংখ্যক র‌্যাব ও পুলিশ অবস্থান করছে।

উল্লেখ্য, জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়