Wednesday, July 10

থাইল্যান্ডের ফুকেত উপকূলে ভাসছে ৪ লাশ

ঢাকা: থাইল্যান্ডের ফুকেত উপকূলের কোহ রক দ্বীপের কাছে আন্দামান সাগরে চারটি লাশ ভেসে বেড়াচ্ছে। সোমবার স্থানীয় জেলেরা জানান, তাদের গায়ে লাইফ জ্যাকেট রয়েছে। তবে লাশগুলো বাংলাদেশের ডুবে যাওয়া এমভি হোপ জাহাজের নিখোঁজ নাবিকদের কিনা তা জানা যায়নি।

থাইল্যান্ডের ফুকেত গ্যাজেট পত্রিকা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের নেভাল সিভিল অ্যাফেয়ার্সের পরিচালক ক্যাপ্টেন থামাওয়াত মালাইসুকারিন বলেন, “সোমবার অনুসন্ধান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মাছ ধরার একটি নৌকা থেকে (সোমবার) বিকেলে চারজনের ভেসে থাকার খবর পাই।”

গত বৃহস্পতিবার ভোরে ফুকেত উপকূলের কাছে আন্দামান সাগরে প্রতিকূল আবহাওয়ায় অর্ধেক ডুবে যায় বাংলাদেশি জাহাজ এমভি হোপ। জাহাজের নয়জনকে জীবিত ও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো ছয়জন নাবিক নিখোঁজ রয়েছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়