নিজস্ব প্রতিবেদক:
জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কানাইঘাটের বড়দেশ বাজারে দু’পরে দুইজন পাল্টাপাল্টি শারিরিক নির্যাতনের শিকার হওয়ায় জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বাজার থেকে সরিয়ে দেওয়ায় বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। জানা যায়, উপজেলার বাণীগ্রাম ইউপির বড়দেশ দণি গ্রামের আব্দুর রহমান (৬০) এর সাথে একই গ্রামের হানিফ আলীর জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত শুক্রবার বড়দেশ বাজারে এলাকার মুরব্বি আব্দুর রহমানকে হানিফ আলীর পুত্র কামরুল (২৫) শারিরিকভাবে লাঞ্চিত করে। অপরদিকে গত শনিবার বাদ তারাবি লাঞ্চিতকারী কামরুলের চাচা সিরাজ উদ্দিন মুতলিব (৫০) বড়দেশ বাজারে গেলে নির্যাতনের শিকার আব্দুর রহমানের ভাতিজা গিয়াস উদ্দিন (২৮) পাল্টা হামলা চালিয়ে সিরাজ উদ্দিনকে শারিরীকভাবে নির্যাতন করলে উভয় প দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বড়দেশ বাজারে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে রাত ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় উভয় পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য এলাকার মুরব্বিয়ানগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়