Thursday, July 18

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নেত্রকোনায় নানা আয়োজন

নেত্রকোনা: বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তাঁর গ্রামের বাড়ি কুতুবপুরসহ কেন্দুয়া উপজেলা সদরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 
কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আজ সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, কালোব্যাজ ধারণ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের করা হবে শোক র‌্যালি। র‌্যালিটি কুতুবপুর থেকে রোয়াইলবাড়ি বাজার ঘুরে আবার শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এসে শেষ হবে। পরে অনুষ্ঠিত হবে কোরানখানি। বিকালে অনুষ্ঠিত হবে আলোচনা ও ইফতার মাহফিল। 
এদিকে কেন্দুয়া উপজেলা সদরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ এবং অগ্রপথিক নামে পৃথক দু’টি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে শোকর‌্যালি ও আলোচনা সভা। এছাড়াও মোহনগঞ্জ পৌর শহরের শেখবাড়িতে (হুমায়ূন আহমেদের মামার বাড়িতে) তার জন্মস্থানে কোরানখানি ও মিলাদ মাহফিল ছাড়াও বিকালে মুক্তস্বর এবং চয়নিকা মহিলা পাঠাগার নামে দু’টি সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। 
ওদিকে বৃহস্পতিবার সকালে জেলা শহরে নেত্রকোনাবাসীর ব্যানারে শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রেসক্লাব চত্ত্বর থেকে বেড়িয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, কবি আল আজাদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, অধ্যাপক তপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়