Saturday, July 6

বিক্ষোভে উত্তাল মিশর: নিহত ২৪

ঢাকা: প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক বলে পরিচিত মুসলিম ব্রাদারহুডের ডাকা বিক্ষোভ চলাকালে রাজধানী কায়রোতে সেনা সদস্যদের গুলিতে তিন জন নিহত হওয়ার পর মিশরের বিভিন্ন স্থানে সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
মুরসির পতন এবং সামরিক শাসন জারির প্রতিবাদে তারা শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভের আয়োজন করেছিল।
 
শুক্রবার ভূমধ্যসাগরিয় শহর আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ ও সহিংসতায় ১২ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়।
 
অন্যদিকে রাজধানী কায়রোতে মুরসিপন্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে নিহত হয় আরো পাঁচ জন।
 
এর আগে মুরসি সমর্থকদের কোনো রকম সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ার করে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দেয় সেনাবাহিনী।
 
পরে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কায়রোর নাসর সিটির রাবা আদাওয়েয়ায় মসজিদের বাইরে জড়ো হয় মুসলিম ব্রাদারহুডের কর্মীরা।
 
তবে সেনাবাহিনী রাজধানীর বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারলেও গোটা মিশর জুড়ে বিক্ষোভ অব্যাহত থাকে।
 
শুক্রবার দেশ জুড়ে চলা সহিংসতায় নিহত হয় ২৮ জন। আহত হয় আরো ৩শ ১৮ জন।
 
এক বিচ্ছিন্ন ঘটনায় উত্তর সিনাই শহরে নিহত হয় আরো পাঁচ পুলিশ কর্মকর্তা। তবে এ হত্যার সঙ্গে মুরসিপন্থীরা জড়িত আছে কিনা তা স্পষ্ট নয়।
 
এদিকে এ ঘটনার পর সিনাই উপদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে সেনাবাহিনী এ খবরের সত্যতা স্বীকার করেনি।
 
এদিকে শনিবার মিশরে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।--ডিনিউজ
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়