ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনে যেসব ব্যক্তির জন্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাদের দ্রুত সরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার জাতীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাজনীতি ও নির্বাচনে ইমেজ ধরে রাখতে সরকারকে পদ্মাসেতু নির্মাণ, বিশ্বজিৎ হত্যাসহ নেতিবাচক বিষয়গুলো পুনঃমূল্যায়নের আহ্বান জানান নাসিম।
তিনি বলেন, সিটি নির্বাচনগুলোতে পরাজয়ের কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচনও সামনে, তাই শুধু স্লোগান নয়, জনগণের জন্য কাজ করতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে শক্ত আইন প্রনয়ণ করতে হবে বলেও মন্তব্য করেন নাসিম।--ডিনিউজ
শুক্রবার জাতীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাজনীতি ও নির্বাচনে ইমেজ ধরে রাখতে সরকারকে পদ্মাসেতু নির্মাণ, বিশ্বজিৎ হত্যাসহ নেতিবাচক বিষয়গুলো পুনঃমূল্যায়নের আহ্বান জানান নাসিম।
তিনি বলেন, সিটি নির্বাচনগুলোতে পরাজয়ের কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচনও সামনে, তাই শুধু স্লোগান নয়, জনগণের জন্য কাজ করতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে শক্ত আইন প্রনয়ণ করতে হবে বলেও মন্তব্য করেন নাসিম।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়