Monday, July 22

শপথ নিলেন ৪ সিটি মেয়র

রাজশাহী, খুলনা, সিলেট, ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
রোববার সকাল সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ নেওয়া মেয়ররা হলেন সিলেটের আরিফুল হক চৌধুরী, বরিশালের আহসান হাবিব কামাল, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল ও খুলনায় মনিরুজ্জামান মনি।   
মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মো. শহীদ খান।
নবনির্বাচিত মেয়রদেরকে শুধু দল নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উল্লেখ্য,গত ১৫ জুন ৪ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়