নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে এক গরু চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় ৪ সহোদর গরু চোর আজ শুক্রবার সড়কের বাজারে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত আব্দুল হান্নানকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির জয়ফৌদ কাজীর গ্রামের কালা মোল্লার পুত্র এলাকার পেশাদার গরু চোর নজু মিয়াকে সম্প্রতি একটি গরুচুরির ঘটনায় এলাকাবাসী ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর কাছে নিয়ে আসলে তিনি নজু মিয়াকে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গরুচোর নজু মিয়া কয়েকদিন পূর্বে জেলখেটে জামিনে বেরিয়ে এসে তাকে ধরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় লন্তির মাটি গ্রামের মৃত জওয়াইদ আলীর পুত্র আব্দুল হান্নান (৪৫) কে দায়ী করে আজ অনুমান বিকেল ৩টার সময় সড়কের বাজারে পেয়ে গরুচুর নজু মিয়া ও তার ভাই রফিক, আলী, জয়নুল ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশংঙ্কা জনক অবস্থায় আহত হান্নান কে উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি রক্ত মাখা দা উদ্ধার করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়