Saturday, July 13

মুন্সীগঞ্জের ১০টি গ্রাম প্লাবিত : ২ শতাধিক পরিবার পানিবন্দি


মুন্সীগঞ্জ: পদ্মায় অস্বাভাবিক জোয়ারের পানিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নি¤œাঞ্চলের অন্তত ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই সব গ্রামের ২ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে বসত-ভিটে, ধর্মীয় প্রতিষ্ঠান, পায়ে হাটার পথ ও বাড়ির আঙ্গিনা। যাতায়াতের জন্য বাঁশের সাঁকো ও নৌকাই এখন ভরসা পদ্মা পাড়ের পরিবার গুলোর।
জানা গেছে, উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের কারনে প্রতিনিয়ত ৫/৬ সে:মি করে পানি বৃদ্ধি হয় যা আজ ৮ সে:মি পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে পদ্মায় অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার লৌহজং উপজেলার মশদগাঁও, কনকসার, মেদেনীমন্ডল, মাওয়া, কুমারভোগ, ঘোড়দৌড়, হলদিয়াসহ প্রায় ১০ টি গ্রামে অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে গ্রামগুলোতে বন্যার আগাম বার্তা পাওয়া যাচ্ছে। 
কনকসার গ্রামের স্মৃতি রাণী জানান, শুক্রবার ও শনিবার- এই ২ দিনের ব্যবধানে পদ্মা পাড়ের বাড়ি গুলো জোয়ারের পানিতে  প্লাবিত হয়েছে। কোন কোন বসত-ভিটে কোমড় পর্যন্ত পানি বিরাজ করছে। হাটু অব্দি ডুবে যায়-এমন বাড়ি-ঘরের সংখ্যাও নেহাত কম নয় বলে দাবী করেন ওই গৃহবধূ রানী। 
মাওয়া গ্রামের গোলাম মাওলা জানান, জোয়ারের পানিতে গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। কেউ কেউ নৌকা যোগে চলাফেরা করছেন। 
এদিকে জেলার লৌহজং উপজেলার যশলদিয়া, কনকসার ও মাওয়াসহ গ্রামগুলোতে ঘুরে দেখা গেছে- পানিবন্দি পরিবার গুলোর দুর্বিষহ জীবন যাত্রার চিত্র। ভিটেমাটি প্লাবিত হওয়ায় নারী-শিশু সদস্যরা অনেকটা গৃহবন্দি হয়ে পড়েছেন। গৃহস্থালি কাজকর্ম করতে হচ্ছে পানিতে ভিঁজে।
লৌহজং উপজেলা নির্বহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়