Monday, July 22

না’গঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদক মামলায় মাদক একটি পরিবহনের সুপারভাইজারকে যাবজ্জীবন সশ্রম কারাদ- সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে আদালত। দ-প্রাপ্ত মালেক মুন্সী বাবু (৫১) পাবনা জেলার সুজানগর এলাকার মতলেব মুন্সীর ছেলে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ রহিম জানান, ২০১০ সালের ১৭ জুলাই কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী মর্ডাণ পরিবহনের একটি বাস ফতুল্লার চাঁদমারী এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আসলে র‌্যাব-১১ এর একটি টিম তল্লাশী করে। ওই সময়ে বাসের সুপারভাইজার মালেক মুন্সীর কোমরে বাধা অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়