Friday, July 5

চাটমোহরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় শুক্রবার বিকেলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিলা (৩) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামের সেলিম হোসেনের মেয়ে। 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে শিলা (৩) বাড়ির সামনে খেলা করছিল। খেলার কোন এক সময় শিলা বাড়ির সামনে পুকুরে পুড়ে ডুবে মারা যায়। বিকেল ৫ টা থেকে শিলাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। বিকেল ৬টার দিকে স্থানীয়রা পুকুরে শিলার মৃতদেহ ভাসতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়