Friday, July 5

বলিভিয়ায় মার্কিন দূতাবাসের কোনো দরকার নেই!

ঢাকা : বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, তার দেশে মার্কিন দূতাবাসের কোনো প্রয়োজন নেই। বলিভিয়ার কোচাবামবাম্বা শহরে লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন দূতাবাস বন্ধের এ হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট মোরালেস।

আত্মগোপনকারী সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মোরালেসকে বহনকারী বিমানে রয়েছেন বলে ভিত্তিহীন গুজবকে কেন্দ্র করে বুধবার তার বিমানের গতিপথ পরিবর্তন করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জরুরি অবতরণে বাধ্য করা হয়েছিল।

বিমানটি মস্কো থেকে বলিভিয়ায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ইতালি প্রেসিডেন্ট মোরালেসকে বহনকারী বিমান তাদের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে।

এ নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলা, ইকুয়েডর, আর্জেন্টিনা এবং উরুগুয়ের প্রেসিডেন্টরা বলিভিয়ার কোচাবামবাম্বা শহরে উপস্থিত হয়ে মোরালেসের প্রতি সংহতি ঘোষণা করেন।

মার্কিন চাপের মুখে ইউরোপীয় দেশগুলো মোরালেসকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে উল্লেখ করে প্রেসিডেন্ট মোরালেস বলেন, ‘বলিভিয়ার মার্কিন দূতাবাসের  কোনো প্রয়োজন নেই।’

তার দলের নেতৃবৃন্দ মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করে মোরালেস বলেন, সহযোগিতার অজুহাতে বলিভিয়ায় মার্কিন উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, বলিভিয়ার সম্মান এবং সার্বভৌমত্ব আছে; আমেরিকাকে বাদ দিয়ে বলিভিয়া রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে ভাল থাকতে পারবে। তিনি  বলেন, মার্কিন দূতাবাস বন্ধ করে দিতে তার হাত মোটেও কাঁপবে না।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফানার্ন্ডেজ ডি ক্রিসনার ইউরোপীয় দেশগুলোকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন তাদেরকে এ ভুলের দায়িত্ব নিতে হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়