গোপনীয়তা বিরোধী আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস পার্টি নামে নতুন দল গঠন করেছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে জুলিয়ান এ্যাসাঞ্জ দল গঠনের ঘোষণা দিলেন।
এ্যাসাঞ্জ বলেন, "নির্বাচনে আমার এ দলের বিজয় সিনেটে দেশের সেরা অনুসন্ধানী সাংবাদিকদের কাজের সুযোগ করে দেবে।" চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড দেশটির জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এ্যাসাঞ্জ জানান, "উইকিলিকস পার্টি সিনেটের উচ্চকক্ষ নির্বাচনে সাতজন প্রার্থী দেবে। তারা নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারই উইকিলিকস পার্টির মূলমন্ত্র বলে উল্লেখ করেন এ্যাসাঞ্জ। এছাড়া কর সংস্কার, রাজনৈতিক আশ্রয় ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিমালা তার দলের এজেন্ডায় প্রাধান্য পাবে বলেও জানান তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে আশ্রয়ে থেকেই তিনি দেশটির ভিক্টোরিয়া এলাকায় নির্বাচনে দাঁড়াবেন।
সূত্র: এনডিটিভি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়